Friday, April 10, 2015

How to do Internet Speed 100% First

আজ আপনাদের দেখাবো কিভাবে পিসির নেট স্পীড ১০০% বাড়ানো যায়। নিচের পদ্ধতি গুলো আবলম্বন করে আপনারা আপনাদের পিসির নেট স্পীড ১০০% বাড়িয়ে নিতে পারবেন।

১। Drain out DNS Cache: এ পদ্ধতি টি খুবই সহজ।
প্রথমে আপনি CMD অপেন করুন Start Menu >Run >Type cmd > Press Enter তাহলে CMD Window পাবেন এখন Type করুন
IPCONFIG /FLUSHDNS এবং Enter চাপুন।

২। Disable Unnecessary Services: এ পদ্ধতিটা একটু ভাল ভাবে বুঝে করবেন। কিছু service আছে যে গুল আপনার নেট Speed কমিয়ে দেয়। তাই সে গুল কে নিয়ন্ত্রন করার পদ্ধতি নিচে দিয়ে দিলাম।
Start Menu >Run >Type services.msc >Press Enter
 এখন নিচের Service গুলতে Right Click করে Properties এ Click করুন। এখন  Automatic থেকে Manual করে OK দিয়ে বের হয়ে যান।
Service গুলোর নাম। সব গুল service কে উপরের নিয়মে করতে হবে
Diagnostic Policy Service, Distributed Link Tracking Client, Offline Files, Performance Logs & Alerts, Program Compatibility Assistant Service, Secondary Logon, Windows Error Reporting Service, Windows Image Acquisition (WIA)

৩। Reset WinSock:
WinSock Reset দিলে আপনার ইন্টারনেট এর গতি বেরে যায়। তাই মঝে মাঝে WinSock রিসেট দিবেন। কি ভাবে WinSock রিসেট দেবেন নিচে তুলে ধরলাম।
CMD অপেন করুন Start Menu >Run >Type cmd >Press Enter
CMD Window আসবে Type NETSH INT IP RESET C:\RESETLOG.txt > Press Enter
CMD Window Close করুন ব্যাস এটুকুই।

৪।  Disable Bandwidth Reserves: এ পদ্ধতিটি হয়ত অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য কঠিন।
Start Menu >Run >Type gpedit.msc >Press Enter

এবার এভাবে ধাপে ধাপে যান 
Local Computer Policy >Computer Configuration >Administrative Templates >Network >QoS Packet Scheduler এবার Limit resealable bandwidth এ right click করে Edit এ click করুন।
নিচের ছবির মত আসলে

Enabled এ click করুন এবং Bandwidth limit (%): 0 লিখে OK দিয়ে বের হয়ে যান।

সব গুল ধাপ শেষ করে আপনার Computer টি Restart দিন। এখন উপভোগ করুন আপনার Windows এ ১০০% Bandwidth। দেখবেন আপনার নেট অনেক খানি ফাস্ট হয়েছে। সব গুল পদ্ধতি আপনি ভাল ভাবে শেষ করতে পারলে Windows এ ১০০% Bandwidth পাবেন।

সবার জন্য শুভ কামনা রইলো। আরো কিছু জানার থাকলে যোগাযোগ করুন-
Name- Tanvir Ahmed
FB Id- Tanvir Ahmed
FB Fan Page Id- TRST Network
Skype Id- tanvir.sta
Twitter Id- statanvir

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Share it

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More