Thursday, September 24, 2015

20 Hidden Code For SmartPhone

এক সময় স্মার্টফোন ছিলোনা, ছিল সাধারণ বার ফোনগুলো। ধীরে ধীরে বাজার দখল করে নিল স্মার্টফোন। স্মার্টফোন ব্যাবহার যেমন বেড়েছে সেই সাথে বেড়েছে নানা সমস্যা। তবে ভালো দিক হল সমস্যা যেখানে আছে সেখানে ১০০টি সমাধান ত থাকবেই।
স্মার্টফোনের এই রকম ২০ টি গুরুত্বপূর্ন সিকিউরিটি কোড, যা যেকোনো সময় কাজে লাগতে পারে তাই এখুনি বুকমার্ক করে রাখুন এই লিখাটি।

১.রিসেট ফোন- *2767*3855#
২.IMEI জানতে- *#06#
৩.লক স্ট্যাটাস- *#7465625#
৪.ব্যাটারী ও ফোনের তথ্য- *#*#4636#*#*
৫.FTA এর ভার্সন- *#*#1111#*#*
৬.টাচস্কীন কোড- *#*#2664#*#*
৭.ভাইব্রেট ও ব্যাকলাইট টেষ্ট- *#*#0842#*#*
৮.হার্ডওয়্যার ও সফটওয়্যার ডিটেইলস্-*#12580*369#
৯.ডায়গনস্টিক কনফিগার- *#9090#
১০.ডাম্প সিস্টেমো মোড- *#9900#
১১.ক্যামেরার তথ্য জানতে- *#*#34971539#*#*
১২.ফ্যাক্টরী হার্ড রিসেট- *#*#7780#*#*
১৩.ডাটা ক্যাবল কন্ট্রোল- *#872564#
১৪.জিপিএস টেষ্ট- *#*#1472365#*#*
১৫.ওয়াইফাই ম্যাক এড্রেস- *#*#232338#*#*
১৬.ব্লুটুথ ডিভাইস ইনফো- *#*#232337#*#*
১৭.র্যামের ভার্সন- *#*#3264#*#*
১৮.টাচস্কীন ভার্সন- *#*#2663#*#*
১৯.ডিসপ্লে টেষ্ট- *#*#0#*#*
২০.প্যাকেট লুফ টেষ্ট- *#*#0283#*#*

Share it

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More