Friday, April 24, 2015

একই Internet Connection অন্য Computer এ ব্যবহার

কোন রকম সফটওয়্যার ছাড়াই একই ইন্টারনেট সংযোগ অন্য কম্পিউটারে ব্যবহার করা যায়। এ জন্য দুটি কাজ করতে হবে। প্রথমত কম্পিউটারের MAC address খুজে বের করা এবং দ্বিতীয়ত MAC address পরিবর্তন করা।
MAC address সনাক্তকরণঃ কম্পিউটারের run বাটানে cmd লিখে enter দিন। নিচের window আসবে ।
156.jpg

এবার নতুন window তে ipconfig/all লিখে enter দিন।
238.jpg

এ window-র লাল চিহ্নিত অংশ হল MAC address
334.jpg

MAC address পরিবর্তনঃ
Run button এ click করে regedit লিখে enter দিন। এবার HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Class\{4D36E972-E325-11CE-BFC1-08002BE10318} খুজে বের করুন এবং double click করে expand করলে 4 digit এর কতগুলো subkeys (0000.0001,0002,0004........0009) দেখবেন।
157.jpg

এবার আপনার কম্পিউটারের diverdesc খুজে বের করুন নিম্ন উপায়ঃ
239.jpg
335.jpg
427.jpg

এবার যে subkeyতে আপনার diverdesc রয়েছে সেখানকার orginal network address এ রাইট বাটন ক্লিক করে Modify option গিয়ে যে কম্পিউটারে ইন্টারনেট সংযোগটি দিতে চান তার MAC address লিখে ok দিন ও কম্পিউটার restart করুন।
527.jpg

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Share it

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More