kilo bit per second VS Kilo Byte Per Second (kbps VS KBps)
আমি এই পোস্টে kbps এবং KBps বা KB/s এর মদ্ধ্যে বিভ্রান্তি দূর করার চেষ্টা করব । আশা করি আপনি এই পোস্ট পড়ার পর আপনার কাছে এটা পরিষ্কার হবে আর আপনার বিভ্রান্তিটাও দূর হবে। এই বিষয়ে এর পূর্বেও পোস্ট হয়েছে । তবুও বিষয়টাকে নতুন করে উপস্থাপন করলাম। আশা করি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।অধিকাংশ ব্রাউজার, ডাউনলোডার এবং FTP সহ অধিকাংশ সফটওয়ার KBps (Kilo Byte Per Second) এর মাধ্যমে ডাটা স্থানান্তরের হার প্রদর্শন করে। কিন্তু ইন্টারনেটের মাধ্যমে ডাটা ট্রান্সফার গতি প্রতি সেকেন্ডে kbps (kilo bit per second) সিস্টেমে গণনা করা হয় ।অর্থাৎ, Internet Bandwidth আসে kbps (kilo bit per second) সিস্টেমে এবং ডাউনলোডের গতি প্রদর্শিত হয় KBps(Kilo Byte Per Second)- kbps (kilo bit per second) এবং KBps (Kilo Byte Per Second) এর পার্থক্য বুঝতে না পেরে মানুষ সবচেয়ে বেশি বিভ্রান্তির শিকার হয়।
- 1kbps (1 kilo bit per second) কে আমরা যদি 1KBps 1kBps KB/s লেখি তাহলে আমরা ভুল করব।
- 1KBps(1 Kilo Byte Per Second) কে আমরা 1KBps/ 1kBps KB/s লেখতে পারি।
কিন্তু আপনি সংযোগ নেবার পর স্পিড দেখে বলবেন আই এস পি আপনাদের ঠকায় এবং নিম্ন মানের সেবা প্রদান করে, প্রকৃতপক্ষে তা বলার অবকাশ নেই কারন আপনি তার সাথে আগেই উপরিক্ত চুক্তি বদ্ধ। উপরিক্ত চুক্তি অনুসারে আপনার স্পিড প্রকৃতপক্ষেই পাবার কথা 62.5 KBps( 62.5 Kilo Byte Per Second) আশা করি বুঝেছেন।
এখন নিচের চার্টটা দেখুন তাহলে একটু ভালভাবে বুঝতে পারবেন
Internet connectivity | Download speed (approx) |
256 kbps | 31.3 KBps |
384 kbps | 46.9 KBps |
512 kbps | 62.5 KBps |
768 kbps | 93.8 KBps |
1 mbps ~ 1000kbps | 122.1 KBps |
আরো ভালভাবে বুঝবার জন্য নিচের চার্ট দেখব এবং অংক করব। খেয়াল করুন নিচের চার্টটিঃ
Conversion Calculator | ||
bit | bit | 0 or 1 |
1byte | B | 8 bits |
1kibibit | Kibit | 1024 bits |
1kilobit | kbit | 1000 bits |
1kibibyte (binary) | KiB | 1024 bytes |
1kilobyte (decimal) | kB | 1000 bytes |
1megabit | Mbit | 1000 kilobits |
1mebibyte (binary) | MiB | 1024 kibibytes |
1megabyte (decimal) | MB | 1000 kilobytes |
1gigabit | Gbit | 1000 megabits |
1gibibyte (binary) | GiB | 1024 mebibytes |
1gigabyte (decimal) | GB | 1000 megabytes |
1terabit | Tbit | 1000 gigabits |
1tebibyte (binary) | TiB | 1024 gibibytes |
1terabyte (decimal) | TB | 1000 gigabytes |
1petabit | Pbit | 1000 terabits |
1pebibyte (binary) | PiB | 1024 tebibytes |
1petabyte (decimal) | PB | 1000 terabytes |
1exabit | Ebit | 1000 petabits |
1exbibyte (binary) | EiB | 1024 pebibytes |
1exabyte (decimal) | EB | 1000 petabytes |
সুত্রঃ
ডাউনলোড KBPS স্পিড = {(Kbps value*1000) /8)} / 1024নিচে বিস্তারিত লিখছিঃ
ধরুন আপনি 512kbps এর সংযোগ নিয়েছেন,তাহলে,আমাদের kbps value=512
যেহেতু, 1kb(kilobit)=1000bit সেহেতু, 512kb=512kb*1000bit=512000bit,
আবার,
যেহেতু, 8bit=1byte, সেহেতু, 512000bit=512000bit/8=64000byte,
আবার,
যেহেতু, 1024byte=1kilobyte সেহেতু, 64000byte=64000byte/1024=62.5 KB
অর্থাৎ, 512kbps লাইনে আমরা স্পীড পাব 62.5 KB/s
বাস্তবিক পক্ষে আমরা কিন্তু একটু বেশিই পাই। ওরা আমাদের মোটেই ঠকাচ্ছে না। হয়তবা, আমরাই একটু কম বুঝি।
সবচাইতে সহজ হবে আপনি আপনার আই এস পির kbps ভেলুর সাথে 0.1220703125 দিয়ে গুন দিন তাহলেই KB/s স্পীড পেয়ে যাবেন।
আর কিছু জানার থাকলে যোগাযোগ করুন-
Contact us:
Name- Tanvir Ahmed
Facebook Id- Tanvir Ahmed
Facebook Page- TRST Network
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.