Saturday, October 10, 2015

How To setup FTP Server in Windows (7/8/8.1/10)

কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন...। বেশি কথা না বলে কাজের কথায় যাওয়া যাক। আজ আমি যে পোষ্টটি আপনাদের জন্য করতে চলেছি তা হোল, কিভাবে আপ্নারা Windows (7/8/8.1/10) কে FTP Server হিসাবে ব্যবহার করতে পারবেন...।
তো চলুন শুরু করা যাক...

FTP Server করার জন্য আপনাদের যা লাগবে
১। ইন্টারনেট সংযোগ সহ একটি কম্পিউটার
২। Windows (7/8/8.1/10) Operating Systam Setup করা একটি কম্পিউটার

FTP Server Setup এর নিয়মঃ
১। প্রথমে Windows Start Menu থেকে RUN Open করুন
২। এবার RUN এর মধ্যে টাইপ করুন cmd এবং Enter press করুন
৩। একটি window Open হবে ওখান থেকে আপনার LAN (Local Area Network) এর IP টা Mark করে কথাও নোট করে রাখুন...
৪। এখন Windows Start Menu> Control Panel থেকে Programs and Features এ যান
৫। Programs and Features Option এর মধ্যে দেখবেন বাম দিকে Turn Windows on or off Option আছে ঐ Option Click করুন
৬। Windows Features এর একটি নতুন Window Open হবে, ওখান থেকে Intrnet Information Services Check Mark করুন, এখন এখানে আরো কিছু Option পাবেন। Option গুল হল FTP Server, FTP Extensibility, FTP service এখন আপনারা এই অপশন গুলও Check Mark করে দিন। OK Press করুন এবং Install হওয়ার জন্য কিছুক্ষণ সময় দিন।
৭। Install হয়ে গেলে Windows Start Menu> Control panel থেকে Administrative Tools এ যান
৮। Administrative Tools থেকে Internet Information Services (IIS) Manager Open করুন
৯। Internet Information Services (IIS) Manager Open হলে এখানে আপনারা Sites নামে একটা Option পাবেন। ঐটাতে Mouse এর  Right Click করে Add FTP Site Mouse এর left Click করুন।
১০। Add FTP Site নামে New Window Open হবে। FTP Site Name দিন। Physical path Select করুন, আপনার কম্পিউটারের যে Drive টা আপনি FTP Server কোরে Local ভাবে Publish করতে চান। Next Click করুন।
১১। IP Address থেকে আপনি আপনার কম্পিউটারের IP টা Select কোরে দিন এবং No SSL Option টা Check Mark কোরে Next Click করুন।
১২। Authentication থেকে Anonymous Check Mark করুন। এর পর নিচের Authentication Allow access to থেকে Anonymous user Select কোরে নিচের Permissions Option থেকে Read Check Mark কোরে দিন এবং Finish Click করুন।
১৩। এখন আপনারা আপনাদের Browser Open কোরে URL Type এর জাগায় Type করুন ftp://YOURIP (YOUR IP মানে আপনার কম্পিউটার এর IP)

আপনাদের FTP Site টা ও এমন ভাবেই দেখাবে এবং আপনারা জ ফাইল রাখবেন FTP Select করা Drive টার মধ্যে ঐ File গুলই এখানে Show করবে...।

এখন আপনাদের FTP Server Site করা তো হয়ে গেল। এখন কথা হচ্ছে আপনারা আপনাদের FTP Server টা Locally Publish করবেন কিভাবে? যাতে কোরে আপনার Local ISP (Internet Service Provider) তে Connect থাকা সকল User FTP Server টা পায় এবং খুব অপ্ল সময়ে আপনার FTP server থেকে Movies, Songs, Natok ইত্যাদি Unlimited Speed Download করতে পারে।

চলুন তাহলে শুরু করা যাক Locally FTP Server Publish করার কাজ...

১। Windows Start Menu থেকে Control Panel এ যেতে হবে
২। Windows Firewall Open করুন
৩। Windows Firewall এর বাম দিকে দেখুন Allow a program or feature through Windows Firewall Option Click করুন।
৪। কিছু Option পাবেন ওখান থেকে FTP Server Option টা Check Mark করুন এবং Private or Public Option এর box দুটিও Check Mark কোরে OK Click করুন।
৫। Windows Start Menu> Control Panel থেকে Windows Firewall Open করুন এবং বাম দিকের Turn Windows Firewall on or off Mouse এর Left Click করুন।
৬। এবার Home or work (private) network location setting এবং Public network location setting থেকে Turn off Windows Firewall (not recommended) Option টা Check Mark কোরে OK Click করুন।

এখন আপনাদের কাজ শেষ এবার আপনি আপনার Local ISP তে থাকা যে কোন User এর কম্পিউটার এর Browser এর URL Type এর জাগায় Type করুন ftp://YOURIP

আশা করবো পোষ্টটি আপনাদের সকলের ভালো লেগেছে। আরও কিছু জানার থাকলে আমার সাথে যোগাযোগ করুন।

Contact us:
Name- Tanvir Ahmed
Facebook Id- Tanvir Ahmed
Facebook Fan Page- TRST Network
Email-trstnetwork@gmail.com

Share it

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More