Wednesday, January 21, 2015

CCNA Network Introduction-5



বেসিক রাউটার

নেটওয়ার্ক রাউট কী?
রাউটার হলো এমন একটি ডিভাইস যা লেয়ার ৩ এ কাজ করে এবং এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা প্যাকেট পাঠায়। আর নেটওয়ার্ক রাউট হলো এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা প্যাকেট পাঠানোর যে পথ সেটিই নেটওয়ার্ক রাউট।

সাধারণত তিন ধরনের রাউট হয়ে থাকে:
  • স্ট্যাটিক রাউট
  • ডাইনামিক রাউট
  • ডিফল্ট রাউট

স্ট্যাটিক রাউট:
ছোট নেটওয়াকের্র ক্ষেত্রে স্ট্যাটিক রাউট ব্যবহিত হয়ে থাকে। এই রাউটিং এ যদি রাউট পরিবর্তন ঘটে তাহলে ম্যানুয়ালি তা আপডেট করতে হয়। স্ট্যাটিক রাউট এর কমান্ড সিন ট্যাক্স হলো:
Ip route dest-ip subnet{next-hop-ip/interface}

ডাইনামিক রাউট
ডাইনামিক রাউট হলো সে সব রাউট যা সময়ের সাথে সাথে আপনা আপনি পরিবর্তন ঘটে। ফলে ম্যানুয়ালি কিছু করার প্রয়োজন হয় না। যেকোন রাউট পরিবর্তন হলে সেটি অটুমেটিক্যালী রাউটিং টেবিল এ যোগ হয়।

ডিফল্ট রাউট
কোন গন্তব্যের জন্য রাউট নির্ধারণ করে না দেয়া থাকলে রাউটার ডিফল্ট হিসেবে যে পথ বেছে নেবে সেটিই হলো ডিফল্ট রাউট।

বেসিক রাউটার ব্লক ডায়াগ্রাম:


ফ্লাশ মেমরি: ফ্লাশ মেমরি ব্যবহার করা হয় অপারেটিং সিস্টেম জমা রাখার জন্য।
র‌্যাম: র‌্যাম ব্যবহার করা হয় রাউটিং টেবিল এর তথ্য এবং রানিং কনফিগারেশন এর ফাইল জমা রাখার জন্য।
এনভির‌্যাম: এনভির‌্যাম ব্যবহার করা হয় স্টার্টআপ ফাইল জমা রাখার জন্য।

পরবর্তী অংশে রাউটার এ পাসওয়ার্ড কনফিগারেশন প্রসেস সম্পর্কে আলোচনা করবো। সবার জন্য শুভ কামনা রইলো। আরো কিছু জানার থাকলে যোগাযোগ করুন-
Name- Tanvir Ahmed
FB Id- Tanvir Ahmed
FB Fan Page Id- TRST Network
Skype Id- tanvir.sta
Twitter Id- statanvir

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Share it

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More