Friday, June 5, 2015

Ping 2 Verify The Net Cnnectivity

বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা হাতে গোনা ১২ থেকে ১৫ লক্ষ যা কিনা বাংলাদেশের মোট জনসংখ্যার ১% এর অনেক কম (প্রায় দশমিক নয় পার্সেন্ট)। এই আশা ব্যাঞ্জক ইউজার রা যারা আছেন তাদের অধিকাংশই মোবাইল এজ এর মাধ্যমে নেট ইউজ করেন। আর বাকীদের অনেকেই তারযুক্ত ব্রডব্যন্ড ব্যবহার করেন। আর ইদানিং যুক্ত হয়েছে ওয়াইম্যাক্স প্রযুক্তি।
তো এই নেট যখন আমরা আমাদের পিসিতে বা ল্যপটপে ব্যবহার করি মাঝে মাঝে নেট কানেকশানে সমস্যা হয়। অনেকেই বুঝতেও পারেন না সমস্যাটা কি তারে, নাকি তার পিসিতে, নাকি তার কানেকশানে। তাই আজকে আমরা খুব ছোট একটা রান কমান্ড দিয়ে জেনে নিবো সমস্যার মূল কোথায়।
নেট কানেকশান যাচাইকরনঃ

০১. উইন্ডোজের নেটওয়ার্ক প্রপার্টিজ থেকে আপনার নেটোয়ার্ক কানেকশানটি সক্রিয়/এনাবল করুন;
০২. আইপি সংক্রান্ত কোন কনফিগারেশান থাকলে তা কানেকশান প্রপার্টিজ থেকে ইন্টারনেট প্রটোকল(TCP/IP) তে ডাবল ক্লিক করুন
০৩. ঠিকমত আইপি, সাবনেট মাস্ক, ডিফল্ট গেট ওয়ে সহ ডিএনএস গুলো বসিয়ে ওকে করে অকে করুন।
০৪. আর অটোমেটিক আইপি হলেতো আর ঝামেলাই নেই; অবটেইন এন আইপি এড্রেস অটোমেটিকাল দিয়ে দিন
০৫. এবার আপনার টাস্কবারের ডানে আইকন আসবে।
০৬. এবার ষ্টার্ট মেনু থেকে রান চালু করে লিখুন
ping 8.8.4.4 -t
০৭. এই পিং এড্রেস দিয়ে ওকে করলে কয়েক রকম রেজাল্ট আসতে পারে, যেমন
ক. Reply From 8.8.4.4: bytes=XX time=XXXms TTL=XX
খ. Request timed out
গ. Destination Host Unreachable
ঘ. Hardware error
বর্তমান নেট কানেকশান এর অবস্থাঃ
উপরের পদ্ধতিতে পিং করে আপনি যা পাবেন নিচে তার সাথে মিলিয়ে নিন
ক = নেট কানেকশান ঠিক আছে
খ = পিং মিসিং/কনফিগারেশানে সমস্যা আছে
গ = আপনার নেটওয়ার্ক কানেকশান অচল/ডিজেবল অবস্থায় আছে
ঘ = আপনার লাইন/তার ডিস্কানেক্ট থাকলে
ভাল লেগে থাকলে আমাদের সাথে সবসময় থাকতে পারেন.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Share it

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More