Friday, June 5, 2015

Data Communication & Wireless Communication System

আজ আমি ডেটা কমিউনিকেশন & ওয়ারলেস্ কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে আলোচনা করবো।তো কথা না বাড়িয়ে মুল আলোচনায় যাই.....
ডেটা কমিউনিকেশন (Data Communication)
কম্পিউটার বা অন্য কোন যন্ত্রের মাধ্যমে ডেটাকে একস্থান হতে অন্য স্থানে বা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তর প্রক্রিয়াই হচ্ছে ডেটা কমিউনিকেশন।
ডেটা ট্রান্সমিশন স্পীড (Data Transmission Speed)
এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন বলে স্পীড।এই ট্রান্সমিশন স্পীডকে অন্য সময় Bandwidth বলা হয়।এই ব্যান্ডউইথ ষাধারণত Bit Per Secound (bps) এ হিসাব করা হয়।একে Band Speed ও বলা হয়। এই ডেটা ট্রান্সফার গতির উপর ভিত্তি করে কমিউনিকেশন গতিকে তিন ভাগে ভাগ করা হয়-
(ক) ন্যারো ব্যান্ড ( Narrow Band)
এই ব্যান্ডের ডেটা সাধারণত ৪৫ থেকে ৩০০bps পর্যন্ত হয়ে থাকে। টেলিগ্রাফিতে সাধারণত এই ব্রান্ডকে ব্যবহার করা হয়।
(খ) ভয়েস ব্যান্ড (Voice Band)
ব্যান্ডের ডেটা সাধারণত ৯৬০০bps পর্যন্ত হয়ে থাকে।এটি সাধারণত টেলিফোনে ব্যাবহৃত হয়।
(গ) ব্রড ব্যান্ড (Broad Band)
ব্রড ব্যান্ড উচ্চগতি সম্পন্ন ডেটা স্থানান্তর ব্যান্ডউইথ যার গতি কমপক্ষে ১ মেগা বিট পার সেকেন্ড হতে অত্যন্ত উচ্চ গতি পর্যন্ত হতে পারে ।সাধারণত কো অ্যাক্সিয়াল ক্যাবল ও অপটিক্যাল ফাইবারে ডেটা স্থানান্তরে ব্রডব্যান্ড ডেটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়। এছাড়া স্যাটেলাইট কমিউনিকেশন এবং মাইক্রোওয়েভ কমিউনিকেশনেও এই ব্যান্ড ব্যবহৃত হয়।

ওয়ারলেস্ কমিউনিকেশন সিস্টেম:-
Wireless Communication System
কোন প্রকার তার ব্যবহার না করেই আদান-প্রদান তথা যোগযোগ করার পদ্ধতিকে ওয়ারলেস্ কমিউনিকেশন সিস্টেম বলে।এর সাহায্যে বিশ্বের যেকোন প্রান্তে অবস্থান করেই একে অন্যের সাথে বিভিন্ন প্রকার যোগাযোগ যেমন-কথা বলা,টেক্সট মেসেজিং,চ্যাটিং ইত্যাদি কাজ খুব সহজেই করতে পারে।
হটস্পট (Hotspot):-
হটস্পট হল এক ধরনের ওয়ারলেস নেটওয়ার্ক যা মোবাইল কম্পিউটার ও ডিভাইস যেমন; স্মার্ট ফোন,পিডিএ,ট্যাব,নেটবুক বা ল্যাপটপ ইত্যাদিতে ইন্টারনেট সংযোগ সরবরাহ করে।বর্তমানে জনপ্রিয় তিনটি হটস্পট প্রযুক্তি হলো-
১।ওয়াই-ম্যাক্স
২।ওয়াই-ফাই
৩।ব্লু-ট্রুথ
ওয়াই-ম্যাক্স (WiMAX)
ওয়াই-ম্যাক্স একটি উচ্চগতির ব্রটব্যান্ড যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃত অঞ্চলে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে। WiMAX এর পূর্ণরুপ হলো Worldwide Interoperability For Microwave Access।এটি প্রযুক্তিগতভাবে  IEEE802.16নামে পরিচিত।

ওয়াই-ফাই(WI-Fi)
ওয়াই-ফাই যা ওয়্যারলেস ফেডালিটি(Wireless Fidelity) হচ্ছে এক ধরনের জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা রেডিও ওয়েভ ভ্যবহার করে কোন ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চহতিরইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা –আদান প্রদান করতে পারে।এর স্ট্যান্ডর্ড হলো IEEE 802.11 এটি WiMAX এর চেয়ে অপেক্ষাকৃত   ধীরতির।
ব্লু-ট্রুথ (Bluetooth)
ব্লু-ট্রুথ হলো তার বিহীন পার্সনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) যা স্বপ্ল দূরত্বে ডেটা আদান প্রদানে ব্যাবহৃত হয়। এর দূরত্ব সাধারণত ১০ থেকে ১০০ মিটার হয়ে থাকে।ব্লু-ট্রুথ প্রযুক্তিতে কম ক্ষমতাসম্পন্ন বেতার তরঙ্গ (Radio Wave) ব্যবহার করা হয়। এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802.15

1 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Share it

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More