Saturday, February 7, 2015

CCNA Network Introduction-9



Basic concept about Variable Length Subnet Musk (VLSM)

সাবনেট মাস্ক ব্যবহার করে কোনো নেটওয়ার্কে বিভক্ত করলে আপনি সবকটি সাবনেটকে একই আকারের বানাতে পারেন। আপনি যদি চান বেশি সাবনেট তাহলে হোস্টের সংখ্যা সমানভাবে কমবে।
  • Supported protocols
Variable Length Subnet Musk (VLSM) সব রাউটিং প্রটোকল সাপোর্ট করে না। যে সকল রাউটিং প্রটোকল সমূহ VLSM সাপোর্ট করে সে গুলো হলো EIGRP, OSPF, RIPv2.
  • Unsupported protocols
আর যে সকল প্রটোকল VLSM সাপোর্ট করে না সেগুলো হলো, RIP, IGRP.

VLSM  কেন ব্যবহার করা হয়?
VLSM  ব্যবহার করে আমরা IP Address গুলোকে সুষ্ট ভাবে ব্যবহার করতে পারি এবং অতিরিক্ত IP গুলোকে ভবিষ্যতে ব্যবহার করার জন্য জমা রাখতে পারি।
চলুন একটি উদাহরন এর মাধ্যমে জানার চেষ্টা করি
ধরুন আপনি একটি Telecom অথবা ISP company তে Engineer হিসেবে  চাকরি  করছেন অথবা Interview দেওয়ার জন্য গেলেন এখন যদি বলে আপনাকে এই  (১৯২.১৬৮.১০.০/২৪) সাবনেইটি দিলাম এখন বলেন যে
২ ডিপার্টমেন্ট এ ৫০ টি করে হোস্ট প্রয়োজন
২ ডিপার্টমেন্ট এ ২৫ টি করে হোস্ট প্রয়োজন
২ ডিপার্টমেন্ট এ ১০ টি করে হোস্ট প্রয়োজন
তাহলে কিভাবে উত্তর দিবেন।
তা হলো,
২ ডিপার্টমেন্ট এ ৫০ টি করে হোস্ট প্রয়োজন হলে,
আমাদের নেটওয়ার্কটি হলো,
১৯২.১৬৮.১০.০/২৪

আমাদের হোস্ট প্রয়োজন ৫০ টি
তাহলে
=৬৪
আমরা জানি যে, হোস্ট বাহির করার Formula
Host = ৬৪-২=৬২
আর যেহেতু IPv4 এর সাইজ ৩২ বিট সেহেতু
৩২-৬=২৬ [এখানে ২ হলো হোস্ট এর পাওয়ার]
নেটওয়ার্ক
সাবনেট মাস্ক
১৯২.১৬৮.১০.০/২৬
২৫৫.২৫৫.২৫৫.১৯২

আমাদের হোস্ট প্রয়োজন ২৫ টি
তাহলে
=৩২
আমরা জানি যে, হোস্ট বাহির করার Formula
Host = ৩২-২=৩০
আর যেহেতু IPv4 এর সাইজ ৩২ বিট সেহেতু
৩২-৫=২৭ [এখানে ২ হলো হোস্ট এর পাওয়ার]
নেটওয়ার্ক
সাবনেট মাস্ক
১৯২.১৬৮.১০.০/২৭
১৯২.১৬৮.১০.২২৪

আমাদের হোস্ট প্রয়োজন ১০ টি
তাহলে
=১৬
আমরা জানি যে, হোস্ট বাহির করার Formula
Host = ১৬-২=১৪
আর যেহেতু IPv4 এর সাইজ ৩২ বিট সেহেতু
৩২-৪=২৮ [এখানে ২ হলো হোস্ট এর পাওয়ার]
নেটওয়ার্ক
সাবনেট মাস্ক
১৯২.১৬৮.১০.০/২৮
২৫৫.২৫৫.২৫৫.২৪০

চলুন  এবার একটি  practical করি:

Net
Host
Block size
Network
Subnet musk
01
2
4
172.16.0.0/30
255.255.255.252
02
2
4
172.16.0.4/30
255.255.255.252
03
2
4
172.16.0.8/30
255.255.255.252
04
2
4
172.16.0.12/30
255.255.255.252
05
30
32
172.16.0.16/27
255.255.255.224
06
8
16
172.16.0.32/28
255.255.255.240
07
10
16
172.16.0.192/28
255.255.255.240
08
60
64
172.16.0.64 /26
255.255.255.192
09
40
64
172.16.0.128/26
255.255.255.192
VLSM করার সময় যে বিষয়টি মনে রাখতে হতে তা হলো VLSM করার সময় এমন ধরনের প্রটোকল ব্যবহার করতে হবে যা রাউট আপডেটের সাথে সাথে সাবনেট মাস্কের তথ্য প্ররণ করে।


আরো কিছু জানার থাকলে যোগাযোগ করুন-
Name- Tanvir Ahmed
FB Id- Tanvir Ahmed
FB Fan Page Id- TRST Network
Skype Id- tanvir.sta
Twitter Id- statanvir


0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Share it

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More