WAN(Wide
Area Network)
আমার তো আগেই জেনেছি যে, দূরবর্তী ল্যানসমূকে নিয়ে গড়ে উঠা নেটওয়ার্ককে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে। এ
ধরনের নেটওয়ার্ক এর ডাটা ট্রান্সফার স্পীড ৫৬ কেবিপিএস থেকে ১.৫৪৪এমবিপিএস হয়ে থাকে। ওয়্যানের গতি ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। এ ধরনের নেটওয়ার্কে
ব্যবহিত ডিভাইসগুলো হলো রাউটার, মডেম, ওয়্যান সুইজ ইত্যাদি।
WAN কেন প্রয়োজন?
একাধিক দূরবর্তী নেটওর্য়াক গুলোর মধ্যে
রিসোর্স শেয়ার করার জন্য WAN প্রয়োজন। ধরেন আপনার অফিসের কয়েকটি সাব অফিস বিভিন্ন স্থানে রয়েছে
এখন যদি আপনি সাব অফিস গুলোর
রিসোর্স ব্যবহার করতে চান তাহলে আপনার ওয়্যান কানেক্টিভিটি প্রয়োজন।
কি কি টাইপের WAN কানেকশন হয়?
- ডেডিকেটেড লিজড লাইন কানেশন
- সার্কিট সুইজড কানেকশন
- প্যাকেট সুইচড কানেকশন
ডেডিকেটেড লিজড
লাইন কানেশন
ডেডিকেটেড লিজড লাইন কানেশন হলো এক জন কাস্টমার
কর্তৃক ব্যবহিত হয়। কাস্টমার সার্ভিস প্রভাইডার এর নিকট থেকে নিদির্র্ষ্ট সময় এর জন্য ভাড়া নেয়। ইহা হলো সাধারণত পয়েন্ট টু পয়েন্ট কানেশন।
সার্কিট সুইজড
কানেকশন
সার্কিট সুইজড কানেকশন হলো টেলিফোন কানেকশন।
এই কানেকশন একবার স্থাপন হলে সংযোগ বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত ব্যস্ত
থাকে। এই কানেকশনের সুবিধা হলো কোন ইন্টারপারেন্স নেই, ডেডিকেটেড অবস্থায় কল থাকে। ফলে সকল
ব্যান্ডওয়াই ব্যবহার হয় এবং শেয়ারেই এর জামেলা
নাই। তবে অসুবিধা হলো যদি জরুরী কোন স্থাপন করার প্রয়োজন হয় তাহলে তা স্থাপন করা সম্ভব নয় যদি কানেকশন ব্যস্ত থাকে ।
প্যাকেট সুইচড
কানেকশন
প্যাকেট সুইচড কানেকশন এ ম্যাসেজটা ছোট ছোট প্যাকেটে পরিণত হয় এবং প্যাকেট গুলো একাধিক পথ দিয়ে গমন করে তাই কোন পথে
যদি সমস্যা থাকে তাহলে অন্য পথ দিয়ে গমন করে। প্রত্যেকটি প্যাকেট এর সাথে হেডার সংযুক্ত থাকে ফলে রিসিভার হেডারগুলো দেখে দেখে ম্যাসেজ গ্রহন
করে। এর প্রধান সুবিধা হলো যেহেতু একাধিক পথ থাকে ফলে রিসিভার দেরিতে হলেও ম্যাসেজ পায়। এর অসুবিধা হলো রিয়েল টাইম যোগাযোগ এর সময় কোন কাজে আসে না।
এতক্ষন আমরা দেখলাম WAN কি , কেন আমরা WAN কনিফগার করি এবং এই WAN কি কি টাইপের হয়। এখন সম্ভবতই প্রশ্ন আসে WAN কিভাবে কনফিগার করা যায়। তাই আজকে আমরা দেখব Point to Point Protocol(PPP) এর মাধ্যমে কিভাবে WAN কনফিগার করা যায়। চলুন তাহলে শুরু করা যাক
আজকে আমরা
দেখবো WAN এ PPP কিভাবে কনফিগার করা যায় সাথে CHAP authentication
প্রথমেই
ইন্টারফেস গুলো আপ করি
Interface
configuration of Tanvir router
Router>en
Router#configure
terminal
Enter
configuration commands, one per line. End with CNTL/Z.
Router(config)#hostname
tanvir
tanvir(config)#interface
serial 0/0/0
tanvir(config-if)#ip
address 192.168.12.1 255.255.255.0
tanvir(config-if)#clock
rate 64000
tanvir(config)#interface
fastEthernet 0/0
tanvir(config-if)#ip
address 192.168.10.1 255.255.255.0
tanvir(config-if)#no
shutdown
Interface
configuration of Ahmed router
Router>en
Router#configure
terminal
Enter
configuration commands, one per line. End with CNTL/Z.
Router(config)#hostname
ahmed
ahmed(config)#interface
serial 0/0/0
ahmed(config-if)#ip
address 192.168.12.2 255.255.255.0
ahmed(config-if)#no
shutdown
ahmed(config)#interface
fas
ahmed(config)#interface
fastEthernet 0/0
ahmed(config-if)#ip
add
ahmed(config-if)#ip
addr
ahmed(config-if)#ip
address 192.168.11.1 255.255.255.0
ahmed(config-if)#no
sh
ahmed(config-if)#no
shutdown
Routing
configure for tanvir router
tanvir(config)#router
rip
tanvir(config-router)#network
192.168.12.0
tanvir(config-router)#network
192.168.10.0
Routing
configure for ahmed router
ahmed(config)#router
rip
ahmed(config-router)#network
192.168.12.0
ahmed(config-router)#network
192.168.11.0
এখন চলুন PPP configure করি
Configure
PPP in tanvir router with CHAP authentication
tanvir#configure
terminal
Enter
configuration commands, one per line. End with CNTL/Z.
tanvir(config)#username
tanvir pass
tanvir(config)#username
tanvir password 123456
tanvir(config)#interface
serial 0/0/0
tanvir(config-if)#encapsulation
ppp
tanvir(config-if)#
tanvir(config-if)#ppp
authentication chap
tanvir(config-if)#exit
Configure
PPP in ahmed router with CHAP authentication
ahmed#configure
terminal
Enter
configuration commands, one per line. End with CNTL/Z.
ahmed(config)#username
ahmed password 123456
ahmed(config)#interface
serial 0/0/0
ahmed(config-if)#encapsulation
ppp
ahmed(config-if)#ppp
authentication chap
CCNA সম্পর্কে আমার জানা সব কিছুই বলা শেষ। সবাই ভাল থাকবেন। আরো কিছু জানার
থাকলে যোগাযোগ করুন-
Name- Tanvir Ahmed
FB Id- Tanvir
Ahmed FB Fan Page Id- TRST Network
Skype Id- tanvir.sta
Twitter Id- statanvir
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.