আসসালামুওালাইকুম, কেমন আছেন সবাই? আসা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ অনেক দিন পর আসলেই অনেক দিন পরে আপনাদের মাঝে WiFi Zone এর বেপারে কিছু লিখতে বসলাম।
আপনাদের মধ্যে অনেকেই আছে জারা ওয়াইফাই দিয়ে ইন্টারনেট এর ব্যবসা করতে চান কিন্তু এই বিষয়ে সঠিক ধারনা না থাকায় কিছুই করতে পারছেন না। তাই আজ আমি আপনাদের এই বিষয়ে বিস্তারিত কিছু আলচনা করবো। চলুন তাহলে শুরু করা যাক......
WiFi তে ব্যবসা করতে গেলে শুরুতেই আপনারা মোবাইল গুলু টার্গেট করে ব্যবসাটি করতে চান। তো আপনাদের আসলে জানতে হবে কোন মোবাইল কত মিটার পর্যন্ত WiFi তে ডাটা Send & Received (RX & TX) করতে পারে। তো আমি কিছু মোবাইল এর নামে বলছি এবং কোন মোবাইল কত মিটার পর্যন্ত WiFi তে ডাটা Send & Received (RX & TX) করতে পারে তা ও উল্লেখ করে দিচ্ছি।
আপনাদের মধ্যে অনেকেই আছে জারা ওয়াইফাই দিয়ে ইন্টারনেট এর ব্যবসা করতে চান কিন্তু এই বিষয়ে সঠিক ধারনা না থাকায় কিছুই করতে পারছেন না। তাই আজ আমি আপনাদের এই বিষয়ে বিস্তারিত কিছু আলচনা করবো। চলুন তাহলে শুরু করা যাক......
WiFi তে ব্যবসা করতে গেলে শুরুতেই আপনারা মোবাইল গুলু টার্গেট করে ব্যবসাটি করতে চান। তো আপনাদের আসলে জানতে হবে কোন মোবাইল কত মিটার পর্যন্ত WiFi তে ডাটা Send & Received (RX & TX) করতে পারে। তো আমি কিছু মোবাইল এর নামে বলছি এবং কোন মোবাইল কত মিটার পর্যন্ত WiFi তে ডাটা Send & Received (RX & TX) করতে পারে তা ও উল্লেখ করে দিচ্ছি।
Mobile Device:
Symphony- 500 Miter
Walton- 500 Miter
Huawei- 500 Miter
Oppo- 500 Miter
Micromax- 500 Miter
Samsung- 800 Miter
Iphone- 800 Miter
HTC- 800 Miter
Sony- 800 Miter
আমার দেখা এই সকল মোবাইল এর বেশি WiFi Signal Receive & Send করতে পারে নাই। আর একটি কথা যা মনে রাখা অনেক জরুরি আমাদের যে সকল মোবাইল সেট আছে তার WiFi 2.4 GHz এর তো আপনি যদি এর চাইতে বেশি GHz এর Radio Device দিয়ে WiFi করতে চান তাহলে সম্ভব হবে না।
তো এবার কথা বলা যাক কিভাবে WiFi Zone আর বড় করা যায় এবং কিভাবে আপনারা ৮০০ মিটার এর বেশি WiFi Zone করতে পারবেন......।
ধরুন এই হল আপনার এরিয়া যেটা চতুরদিকে ১কিঃমি
তো এই এরিয়ার মাঝে যদি আপনারা একটি টাওয়ার করে ওয়াইফাই জোন করেন তাহলে তা আপনাকে সর্বচ্চ ৮০০ মিটার পর্যন্ত ওয়াইফাই সার্ভিস দিবে। এই মাঝের টাওয়ার কে আমরা Main Base Station বলি।
তাহলে ১কিঃমি এরিয়া কাভার করার জন্য আপনাদের ১ কিঃমি এর বর্ডার এ কিছু ডিভাইস বসাতে হবে। এই বর্ডার এর ডিভাইস কে আমরা Sub Station/Access Point/Range Extender বলে থাকি জেগুল আপনার Main Base Station এর সাথে ওয়াইফাইতে Connected থাকে।
একই ভাবে আপনি যদি ১ কিঃমি এর বেশি ওয়াইফাই করতে চান তাহলে আপনাকে প্রতি ৫০০ মিটার এবং ১ কিঃমি পর Radio Device- (Sub Station/Access Point/Range Extender) বসাতে হবে। নিচে আমি আপনাদের বলে দিব কোন Radio Device কে Sub Station/Access Point/Range Extender হিসাবে ব্যবহার করলে ৫০০ মিটার এবং কোন Radio Device কে Sub Station/Access Point/Range Extender হিসাবে ব্যবহার করলে ১ কিঃমিঃ পর পর Radio Device সেট করতে হবে।
এবার চলুন কথা বলি কোন কোন Radio Device দিয়ে ওয়াইফাই করা যায়
NanoStation M2
Bullet M2 (এই Radio Device ব্যবহার করতে চাইলে অবশ্যই Omni Antenna Use করতে হবে)
Rocket M2 (এই Radio Device ব্যবহার করতে চাইলে অবশ্যই Omni Antenna & Sector Antenna Use করতে হবে)
এখন চলুন কথা বলি উপরে যে দুটি Antenna (Omni Antenna & Sector Antenna) এর কথা জানলাম তার কাজ কি এবং কি ভাবে কাজ করে।
Omni Antenna: Antenna আসলে আমরা ব্যবহার করি Distance বারানর জন্য এখানেও একই কাজ কিন্তু এই Omni Antenna এর সব থেকে বর কাজ হল এই Antenna 360 Degree তে কাজ করতেপারে।
তার মানে আপনি যদি Bullet M2 বা Rocket M2 এর সাথে এই Antenna ব্যবহার করেন তাহলে চতুরদিকে ওয়াইফাই সিগন্যাল পাবেন।
Sector Antenna: এখানেও আমরা Antenna ব্যবহার করবো Distance বারানর জন্য। আর এই Sector Antenna কাজ করে 120 Degree তে এবং এই Antenna শুধু Rocket M2 এর সাথেই ব্যবহার করতে হয়।তো আপনারা যদি Rocket M2+Sector Antenna ব্যবহার করে 360 Degree cover করতে চান তাহলে আপনাদের ৩টি Rocket M2+Sector Antenna লাগবে।
তো উপরের কথা গুলি পড়ার পরে আপনারা অনেকেই ভাবতে পারেন Omni Antenna ভাল আমি ও খারাপ বলি না আসলে Antenna এবং Radio Device বাছাই করতে হয় এরিয়া বুঝে। আপনার এরিয়া কেমন তা দেখার পরে কোন Radio Device এবং Antenna ভাল তা বঝা যায়।
এখন চলুন জেনে নেই কোন Radio Device এবং Antenna দিয়ে Main Base Station করতে হয়। আর কোন Radio Device এবং Antenna Sub Station/Access Point/Range Extender হিসাবে ব্যবহার করতে কত মিটার বা কিঃমিঃ পর পর বসাতে হয়।
Main Base Station
1. Rocket M2+Sector Antenna
2.Rocket M2+Omni Antenna
3.Bullet M2+Omni Antenna
Sub Station/Access Point/Range Extender
1. NanoStation M2 (Main Base Station থেকে ১ কিঃমি পর এবং এর পর থেকে ৫০০ মিটার পর পর বসাতে হবে)
2. Bullet M2+Omni Antenna (Main Base Station থেকে ১ কিঃমি পর এবং এর পর থেকেও ১ কিঃমি পর পর ব্যবহার করতে হবে)
3.Rocket M2+Omni Antenna (Main Base Station থেকে ১ কিঃমি পর এবং এর পর থেকেও ১ কিঃমি পর পর ব্যবহার করতে হবে)
এখন চলুন জেনে নেই Main Base Station এবং Sub Station/Access Point/Range Extender কোন ডিভাইস দিয়ে করলে সবথেকে ভাল ওয়াইফাই সিগ্লান আপনি পাবেন।
Main Base Station-Rocket M2+Sector Antenna
Sub Station/Access Point/Range Extender-Bullet M2+Omni Antenna or Rocket M2+Omni Antenna
আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এখন তার পরেও যদি আপনাদের কিছু জানার থাকে বা বুঝতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
Contact us:
Name- Tanvir Ahmed
Name- Tanvir Ahmed
Website- TRST Network
Facebook Id- Tanvir Ahmed
Facebook Fan Page- TRST Network
Email-info@trstnetwork.com