এক সময় স্মার্টফোন ছিলোনা, ছিল সাধারণ বার ফোনগুলো। ধীরে ধীরে বাজার দখল করে নিল স্মার্টফোন। স্মার্টফোন ব্যাবহার যেমন বেড়েছে সেই সাথে বেড়েছে নানা সমস্যা। তবে ভালো দিক হল সমস্যা যেখানে আছে সেখানে ১০০টি সমাধান ত থাকবেই।
স্মার্টফোনের এই রকম ২০ টি গুরুত্বপূর্ন সিকিউরিটি কোড, যা যেকোনো সময় কাজে লাগতে পারে তাই এখুনি বুকমার্ক করে রাখুন এই লিখাটি।
১.রিসেট ফোন- *2767*3855#
২.IMEI জানতে- *#06#
৩.লক স্ট্যাটাস- *#7465625#
৪.ব্যাটারী ও ফোনের তথ্য- *#*#4636#*#*
৫.FTA এর ভার্সন- *#*#1111#*#*
৬.টাচস্কীন কোড- *#*#2664#*#*
৭.ভাইব্রেট ও ব্যাকলাইট টেষ্ট-...